★অধ্যক্ষের বাণী ★
একুশ শতকে মুসলিম জাতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হলো যথাযথ শিক্ষাব্যবস্থা। মুসলিম সমাজের শিক্ষাব্যবস্থা এখন এমন একটি জটিল অবস্থায় যে, তার উত্তরণ রাতারাতি সম্ভব নয় । ধর্মীয় জ্ঞানের উৎস মাদরাসাগুলো এমন এক অবস্থায় পৌঁছে গেছে যে তাদের সাথে মূল পৃথিবীর সম্পর্ক খুব দূরের। আর তথাকথিত মডারেট মুসলিমরা মুসলিমদের মূলধারা থেকে বিছিন্ন হয়ে ভিন্ন জাতির মানুষের বেশে রয়েছে। এর অন্যতম কারণ শিক্ষাব্যবস্থা। আধুনিক শিক্ষাব্যবস্থায় ধর্মের স্থান নেই বললেই চলে। ফলশ্রুতিতে এখানে ঈমানের রঙে রঙিন বা রঞ্জিত সৃজনশীল মুসলিম তৈরি হচ্ছে না; বরং মডারেট মুসলিমই বেশি তৈরি হচ্ছে। শিক্ষাব্যবস্থার একটি আমূল পরিবর্তন অত্যাবশ্যক হয়ে গেছে। মধ্যযুগীয় যে শিক্ষাব্যবস্থা মুসলিম জাতিকে পৃথিবী পরিচালনা করার আসনে বসিয়েছিল, যে শিক্ষাব্যবস্থার আলো থেকে আধুনিক ইউরোপের জন্ম, সে-রকম একটি শিক্ষাব্যবস্থা— যার মূলে থাকবে ঐশী আলোর আভা। বাইয়্যিনাহ এমন একটি শিক্ষাকার্যক্রম শুরু করতে বদ্ধপরিকর, যার একটি প্রয়াস হচ্ছে বাইয়্যিনাহ স্কুল। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বায়্যিনাহকে কবুল করুন।
অধ্যক্ষ
মো. নাসির বিন ইসমাঈল
বাইয়্যিনাহ আইডিয়াল স্কুল
এলএলবি, এলএলএম (ঢাকা বিশ্ববিদ্যালয়) দাওরায়ে হাদীস (তাকমীল), হাইয়াতুল উলইয়া বিএ (ফাযিল), ইসলামিক ইউনিভার্সিটি । ভাইস-প্রিন্সিপ্যাল (প্রাক্তন), ইকরা বাংলাদেশ স্কুল
জাগতিক জ্ঞানকে বাদ দিয়ে শুধু ধর্মীয় জ্ঞান যেমন পরিপূর্ণ নয়, অনুরূপভাবে ধর্মীয় জ্ঞানকে বাদ দিয়ে জাগতিক জ্ঞানও কল্যাণকর নয় ৷
- বাইয়্যিনাহ ॥